হাসপাতালে সালাহ দিলেন ২৫ কোটি টাকা!

মানুষের পাশে, মানবতার পাশে বরাবরই থাকেন মোহাম্মদ সালাহ।এবারও আছেন।তবে সাহায্যের হাতটা এবার আরো লম্বা করলেন।সম্প্রতি গাড়ী বোমা বিস্ফোরণে বেশ ক্ষতির মুখে পড়ে মিশরের রাজধানী কায়রোয় অবস্থিত ক্যান্সার ইন্সটিটিউট ভবনের। ক্ষতিগ্রস্ত সেই ইন্সটিটিউট পুর্নগঠনের জন্য মোটা অঙ্কের অনুদান দিয়েছেন লিভারপুল সুপারস্টার মোহাম্মদ সালাহ।

তিনি ৩ মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় প্রায় ২৫ কোটি টাকা দান করেন। কায়রো বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট মোহামেদ উথমান আল-খাস্ত সালাহর অনুদানের কথা জানান।

গত সোমবার কায়রোয় অবস্থিত ক্যান্সার ইন্সটিটিউট ভবনের সামনে এক বিস্ফোরণে ২০ জন নিহত ও ৪৭ জন আহত হন।

বিস্ফোরণে ভবনের ক্ষতি হলেও রোগী কিংবা স্টাফরা নিরাপদ ছিলেন। রোগীদের এরইমধ্যে ভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

পর সরকারের তরফ থেকে ভবন সংস্কারের ঘোষণা দেওয়া হয়। এরপরই সরকারের পাশে দাঁড়ান মিশরীয় ফুটবল তারকা সালাহ।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর