বিশেষ বিমানে ৩০ কাশ্মীরিকে আগ্রায় নিয়ে গেছে ভারতীয় সেনারা

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে এ পর্যন্ত রাজনৈতিক নেতাকর্মীসহ অগনিত মানুষকে আটক করা হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৩০ বন্দিকে কাশ্মীর থেকে আগ্রায় নেয়া হয়েছে।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি শুক্রবার (৯ আগস্ট) এক খবরে জানিয়েছে, নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে পাথর ছোড়ার অভিযোগে আটক ৩০ জনকে আগ্রায় নেয়া হয়েছে।

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, বিমান বাহিনীর বিশেষ বিমানে বন্দীদের উত্তর প্রদেশের আগ্রায় নেয়া হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে আগ্রার এক সরকারি কর্মকর্তা এএনআইকে জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই জম্মু-কাশ্মীরজুড়ে ব্যাপক ধরপাকড় চলেছে। তাতে বহু লোককে গ্রেফতার করা হয়েছে। এই ধরপাকড়ের ফলে উপত্যকার জেলগুলিতে আর জায়গা নেই।

এরই মধ্যে বন্দীদের আচরণে জেলের মধ্যেই অপ্রীতিকর ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা। তাই যারা বেশি দুর্ভোগের কারণ হতে পারেন তাদের আগ্রায় নিয়ে আসা হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার ভারতের সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলোপের আগের দিন থেকে কাশ্মীরে অঘোষিত কারপিউ জারি করে মোদি সরকার।এরপর থেকে কাশ্মীরের সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয়া হয়।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর