অন্যকে বাঁচাতে হার্ট-কিডনি ও চোখ দান, প্রশংসায় ভাসছেন বাবা-মা

মানবিকতা বুঝি একই বলে।তা না হলে এমনটা কিভাবে সম্ভব? মোটর সাইকেল দুর্ঘটনায় ছেলের মৃত্যুর পর সেই ছেলের হার্ট, কিডনি, লিভার ও চোখ দান করে দেন বাবা-মা!

চোখ কপালে উঠার মতো ঘটনাই ঘটেছে ভারতের রানীগঞ্জে।চিকিৎসা করিয়েও যখন একমাত্র ছেলেকে বাঁচাতে পারে নি তখন অঙ্গ দান করে অনেকের মাঝে নিজের ছেলেকে বাঁচিয়ে রাখতে অভিভাবকরা এই সিদ্ধান্ত নিয়েছেন।

জানা যায়, মা চন্দনা ঘোষ ও বাবা সোমনাথ ঘোষের একমাত্র ছেলে সৌরনীল ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলেজিতে পড়াশুনা করছিলেন। গত শনিবার বন্ধুদের সঙ্গে মোটরবাইকে বেরিয়ে তিরুঅনন্তপুরম যাচ্ছিলেন। তখন দুর্ঘটনার শিকার হয় সৌরনীল।

পরে অনেক চেষ্টা করে ছেলেকে বাঁচাতে পারলেন না।হেরে গেলেন চিরন্তন সত্য মৃত্যুর কাছে। এরপর বাবা-মা সিদ্ধান্ত নেন পরের জীবন বাঁচাতে ছেলের অঙ্গদান করার।

বাবা-মায়ের এমন মহতি উদ্যেগকে সাধুবাধ জানিয়েছেন সেখানকার লোকজন।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর