ফেনীতে ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক সভা

ফেনীতে ডেঙ্গু সচেতনতায় জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৮আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

ফেনী জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ফেনী জেলা ও ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সহযোগিতায় এই ডেঙ্গু বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজজামান।

এ সময় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রাশেদ আহসান, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিধান চন্দ্র সেনগুপ্ত, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক পিকেএম এনামুল করিম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান বিকম, বিএমএ ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ডাঃ বিমল চন্দ্র দাস, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ রাজীব বিশ্বাস, শিশু বিশেষজ্ঞ ডাঃ খন্দকার জহিরুল হাসান, ফেনী পৌরসভার কাউন্সিলর মাহতাব উদ্দিন মুন্না, ফেনী জেলা প্রাইভেট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশনের সভাপতি মো: হারুন উর রশিদসহ বিভিন্ন সরকারী, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, চিকিৎসক, স্বেচ্ছাসেবী সংগঠন, ফেনীতে কর্মরত সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর