পটুয়াখালীতে ‘কর্মজীবী দুগ্ধদায়ী মা’দের হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের জাতীয় সংসদ সদস্য এ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া বলেছেন, দেশে ডেঙ্গুর প্রকোপ চলছে, সরকার ডেঙ্গু প্রতিরোধে দিন রাত কাজ করছেন। ডেঙ্গু’ রোগের নিরাময় ঔষধ আবিষ্কার হয়নি। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নাই। তাই সরকারের পাশাপাশি সকল সরকারী-বেসরকারী সংস্থা ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে। আমরা সবাই বাড়িসহ আশপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখি।

তিনি আজ ০৮ আগস্ট বৃহষ্পতিবার সকাল ১০টায় পটুয়াখালী পৌরসভা মিলনায়তনে “কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল” কর্মসূচীর আওতায় ২০১৮-১৯ অর্থ বছরে ভাতাপ্রাপ্ত উপকারভোগীর ‘হেলথ ক্যাম্প’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোঃ জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংসদীয় আসন-৩২৯(মহিলা আসন-২৯) জনাব কাজী কানিজ সুলতানা এমপি, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ সুমনা কুমার বালা, পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ ইকরামুল নাহিদ, কাউন্সিলর নিজামুল হক। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন মহিলা অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার শাহিদা বেগম। পৌরসভার ১নং ওয়ার্ডের ২৫০জন উপকারভোগী কর্মজীবী দুগ্ধদায়ী মা হেলথ ক্যাম্প অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সকলকে চিকিৎসাপত্রসহ প্রাথমিক স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান করা হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর