রূপগঞ্জে প্রতিপক্ষের হামলায় গর্ভবতী নারীসহ আহত ৪

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন গর্ভবতী নারীসহ একই পরিবারের চার জন পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকালে উপজেলার তারাবো পৌরসভার কাহিনা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত মোছলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

আহত মোছলেমা বেগম জানান, একই এলাকার সোহেল মিয়া, জুয়েল মিয়া ও উজ্জল মিয়ার সঙ্গে তাদের বাড়ির সীমানা নিয়ে বেশকিছুদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে প্রতিপক্ষ সোহেল মিয়া, জুয়ের মিয়া, উজ্জল মিয়া, তারা মিয়া, ছাওমিয়া, মিজান মিয়া, মনু, আনু, রাসেল, ইব্রাহিম, মোখলেছসহ অজ্ঞাত ১০/১২ জন দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মোছলেমা বেগমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর শুরু করেন।

এসময় মোছলেমা বেগম, ছেলে জসিম ও শামীম বাঁধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন তাদের লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। একপর্যায়ে মোছলেমা বেগমের ছেলের বউ গর্ভবতী মাছুমা বেগম এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে হামলাকারীরা মাছুমা বেগমকে শ্লীলতাহানীর চেষ্টা চালায়। এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের হুমকি ধামকি দিয়ে চলে যায়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আহত মোছলেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর