এডিশ মশা উৎপত্তিস্থল ধ্বংসকরণে জেলা প্রশাসনের কর্মসূচী

লক্ষ্মীপুরে এডিশ মশা উৎপত্তিস্থল ধ্বংসকরণে দিনব্যাপী ক্র্যাশ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে এডিশ মশা নিধনের ঔষধ ছিটিয়ে ক্র্যাশ প্রোগ্রামের দিনব্যাপী কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

পরে কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে। এছাড়া কর্মসূচীর অংশবিশেষ জেলা খাদ্য অধিদপ্তর ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর আঙ্গিনায় আগাছা পরিস্কার পরিদর্শন করেন জেলা প্রশাসক।

এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউজ্জামান ভূঁইয়া, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন, ডাঃ নিজাম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আনোয়ার হোসেন, (হেডকোয়াটার)পঙ্কজদেব নাথ, পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডাঃ আশফাকুর রহমান মামুন, জেলা সমাজসেবা উপ-পরিচালক, নুরুল ইসলাম পাটওয়ারী, জেলা মৎস কর্মকর্তা এস এম মহিব উল্যাহ,পল্লীবিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার মোঃ শাহজাহান, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান, জেলা কালেক্টরেটের সহকারী কমিশনারগনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কর্মকর্তা কর্মচারীগন।

জেলার সকল দপ্তর আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্ন রাখার পাশপাশি সবাইকে সচেতন হওয়ার আহবান জানান জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর