কাশ্মীরে ইস্যুতে জাতিসংঘের উদ্বেগ প্রকাশ, ভারতের উপর বাড়ছে চাপ

হঠাৎ কোন কথা ছাড়াই ভারতীয় সংবিধান থেকে কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে মোদি সরকার।এতে অনেকে ক্ষোভ প্রকাশ করেছে।এববার ভারত অধিকৃত কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করল জাতিসংঘ৷ ৩৭০ ও ৩৫এ ধারার বিলোপ এবং রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়া জম্মু ও কাশ্মীর নিয়ে ভারত সরকারের সিদ্ধান্তে গভীর ভাবে চিন্তিত জাতিসঙ্ঘ৷

তাদের মতে, কাশ্মীরে উপর এই মুহূর্তে ভারত সরকার যে শর্তগুলি চাপিয়েছে তাতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে৷ এই অঞ্চলে সমস্ত যোগাযোগ ব্যবস্থা ও ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকায় সেখান থেকে কোনও খবর পাওয়া যাচ্ছে না বলেও চিন্তা প্রকাশ করেছে জাতিসংঘ৷ রাষ্ট্রসঙ্ঘের মুখপাত্রের এই বক্তব্যের পরই নয়া মাত্রা পেল কাশ্মীর ইস্যু৷

জাতিসংঘের তরফ থেকে এদিন টুইট করে বলা হয়, ‘কাশ্মীরে আইনি কড়াকড়ি চলছে ৷ মানবাধিকার পরিস্থিতি আরও খারাপ হচ্ছে৷ কোনও তথ্য পাওয়া যাচ্ছে না৷ পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে ৷’

জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল। জম্মু-কাশ্মীর নিয়ে ঐতিহাসিক সিদ্ধান্ত মোদি সরকারের। বাতিল করে দেওয়া হল সংবিধানের ৩৭০ ধারায় এই রাজ্যকে দেওয়া বিশেষ মর্যাদা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বন্ধ টেলি যোগাযোগ, ইন্টারনেট পরিষেবা ৷

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর