বিশ্বরেকর্ড গড়লেন প্রোটিয়া তারকা

অবাক করে দিয়েছেন ক্রিকেট বিশ্বকে।সবসময় ব্যাট হাতে মাঠে নেমে থাকেন। ফার্স্ট ক্লাস ক্রিকেটে ১৭টি সেঞ্চুরি ও ৪৬টি হাফসেঞ্চুরি রয়েছে। লিস্ট-এ ও টি-টোয়েন্টি মিলিয়ে সীমিত ওভারের ক্রিকেটে ২টি সেঞ্চুরি ও ২৮টি হাফসেঞ্চুরির অধিকারী তিনি। বল হাতে নেন পার্ট-টাইমার হিসাবে। তবে দলকে কখনও হতাশ করেননি।উইকেট তোলেন মাঝে মধ্যেই। তবে বল হাতে টি-টোয়েনিট ক্রিকেটে এমন বিশ্বরেকর্ড গড়ে বসবেন, তা বোধহয় স্বপ্নেও ভাবেননি কলিন অ্যাকারমান।

২৮ বছর বয়সি দক্ষিণ আফ্রিকার কলিন ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্টে লেস্টারশায়ারের হয়ে দুরন্ত বোলিং করেন। একাই তুলে নেন প্রতিপক্ষ বার্মিংহ্যাম বিয়ার্সের ৭টি উইকেট।

ম্যাচে তার বোলিং গড় দাঁড়ায় ৪-০-১৮-৭৷ এখনও পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে এটাই সেরা বোলিং গড়। কলিনই একমাত্র বোলার যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে ৭ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করেন।

টি-টোয়েন্টি ক্রিকেটে আগের বিশ্বরেকর্ড ছিল মালয়েশিয়ার আরুল সুপিয়ার, যিনি সামারসেটের হয়ে ২০১১ সালে গ্ল্যামারগনের বিরুদ্ধে ৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন। যদিও টি-টোয়েন্টি ক্রিকেটে একই ম্যাচে ৬ উইকেট নিয়েছেন বহু ক্রিকেটার, তবু সব থেকে কম রান খরচ করার জন্য রেকর্ড বইয়ে নাম ছিল আরুলের। এবার থেকে সেই মুকুট উঠল কলিনের মাথায়৷

ম্যাচে লেস্টার আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৯ রান তোলে। হ্যারি সুইনডেলস ৬৩ ও লুইস হিল ৫৮ রান করেন৷ক্যাপ্টেন কলিন মাত্র ৪ রান করে আউট হন।পালটা ব্যাট করতে নেমে বার্মিংহ্যাম ১৭.৪ ওভারে ১৩৪ রানে অলআউট হয়ে যায়। স্যাম হেইন ৬১ রান করেন। অ্যাকারমান একাই ঝলসে দেন বার্মিংহ্যামের ব্যাটিং লাইনআপকে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর