কলারোয়া পৌর সভায় ঈদ-উল-আযহা উপলক্ষে ভিজিএফ’র চাল বিতরণ

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সাতক্ষীরার কলারোয়া পৌর সভার ৯টি ওয়ার্ডে গরিব অসহায় মানুষের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে পৌর সভার মেয়র (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল এ চাল বিতরণকার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন। এসময় ৯টি ওয়ার্ডে ৩ হাজার, ৮১টি কার্ডের বিপরীতে ১৫ কেজি করে মাথাপিছু চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন-পৌর সচিব তুষার কান্তি দাস, পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর ফারহানা হোসেন, সন্ধ্যা রানী বর্মণ, লুৎফুন্নেছা লুতু, কাউন্সিলর মেজবাহ উদ্দীন লিলু, শেখ জামিল হোসেন, এসএম মফিজুল হক, রফিকুল ইসলাম, আকিমুদ্দিন আকি, আলফাজ উদ্দীন, জাহাঙ্গীর হোসেন, মেজবাহ উদ্দীন লিলু, পৌর বিদ্যুৎ প্রকৌশলী সরওয়ার্দ্দি, পৌর প্রশাসনিক কর্মকর্তা আরিফ হোসেনপৌরসভার হিসাব রক্ষক ইমরুল ইসলাম, পৌরসভার করনির্ধারক নাজমুল ইসলাম, কার্য সহকারী ইমরান হোসেন সহ পৌর সভার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর