‘মা, আমি ভালো আছি’

বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রীলঙ্কান নাগরিকসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।

ভবনের ভেতর আটকে পড়াদের উদ্ধারে এখনো কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। তবে তার আগেই জীবন বাঁচাতে বিভিন্নভাবে ভবনটি থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন মানুষ। আর এই চেষ্টা করতে গিয়ে আহতও হয়েছেন অনেকে।

ভবনটির নবম তলা থেকে বেরিয়ে এসে এক ব্যক্তিকে দেখা যায় সবার আগে তার মাকে ফোন করতে। ফোনে তিনি বলেন, ‘মা, আমি ভালো আছি। ঠিক মতো নামছি। চিন্তা কইরেন না। স্যারেরা আটকে গেছে কয়েকজন। আমি নামছি। ভালো আছি। আমার সমস্যা হয়নি।’

পরে তিনি জানান, ‘আমি লিফটের আটে ছিলাম। আগুন যখন ছয় তলায় আমাদের উত্তর পাশ থেকে ধোঁয়া উড়ছিল। সাথে সাথে আমাদের অফিসে লোকজনসহ বের হলাম। নিচে আর নামতে পারিনি। কারণ প্রচণ্ড ধোঁয়া। পরে ২২ তলায় হেঁটে উঠেছি। পরে গ্রিল ভেঙে লাফ দিয়ে পাশের আহমদ টাওয়ারে ঢুকেছি। আমাদের কয়েকজন সেভ হয়েছে। বাকিরা আটকে আছে।’

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর