কালিগঞ্জে দুই ইউপিতে ভিজিএফ কার্ডের চাউল বিতরন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ও দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ এর চাউল বিতরন করা হয়েছে।

বুধবার সকাল ১০ টায় কুশুলিয়া ইউনিয়ন পরিষদে চাউল বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান, কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম, সাংবাদিক সাজেদুল হক সাজু, কুশুলিয়া ইউপি সচিব বিশ^জিৎ অধিকারী, ইউপি সদস্য আব্দুল হাকিম, শহিদুর রহমান বাবু প্রমুখ।

কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ সিরাজুল ইসলাম জানান কুশুলিয়া ইউনিয়ন পরিষদে ৫ হাজার ১৯ জনের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরন করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় দক্ষিন শ্রীপুর ইউনিয়ন পরিষদে চাউল বিতরন কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মিরাজ হোসেন খান, দক্ষিন শ্রীপুর ইউনিয়নের ট্যাগ অফিসার ও সহকারী শিক্ষা অফিসার জহুরুল ইসলাম, দক্ষিন শ্রীপুর ইউপি চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার, সাংবাদিক সাজেদুল হক সাজু, দক্ষিন শ্রীপুর ইউপি সচিব আলকাজ আলী, ইউপি সদস্য মিলন হোসেন, আব্দুল খালেক, মনিরুল ইসলাম, হাবিবুল্লাহ গাজী পুটু, ছবিলার রহমান, মহিলা সদস্যা মমতাজ বেগম ও রফিকা বেগম প্রমুখ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর