শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলার বন্যা দুর্গত ১ হাজার ৭০জন পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৭ আগস্ট সোমবার সকাল ১১টায় শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে খানপুর ইউনিয়নের শালফা টেকনিক্যাল স্কুল অ্যান্ড বি, এম কলেজ চত্বরে ত্রাণ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে ত্রাণ বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান। এসময় তিনি বলেন, প্রাকৃতিক দূর্যোগে মানুষের কোন হাত থাকে না। ধর্য্য ও সাহসীকতার সাথে দূর্যোগ মোকাবেলা করতে হবে। বন্যা দুর্গতদের সকল ধরনের সহযোগিতা করতে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহসান হাবীব আম্বিয়া, উপজেলা ভাইচ চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মমিনুর রহমান, খানপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম রাঞ্জু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইফতেখার শামীম, এমপির পি.এস কোরবান আলী মিলন, খানপুর ইউপি আওয়ামীলীগের সভাপতি আঃ সামাদ, সোহেল রানা, খলিলুর রহমান, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক ইউনুছ আলী প্রমুখ।

পরে বন্যা দুর্গত ১ হাজার ৭০ জন পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর