ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা মূলক সাইকেল র‍্যালী ও আলোচনা সভা

সাতক্ষীরায় ডেঙ্গু প্রতিরোধে পৃথক পৃথক নানা কর্মসুচি পালিত হয়েছে। কর্মসুচির মধ্যে ছিল সচেতনতা মূলক লিফলেট বিতরন, সাইকেল র‍্যালী, মশা নিরোধক ঔষধ (ক্রিম) বিতরন ও আলোচনা সভা। সাতক্ষীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে বুধবার সকালে শহরের আব্দুর রাজ্জাক পার্কে লিফলেট বিতরন শেষে একটি র‍্যালি বের হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নিউমার্কেটের সামনে গিয়ে শেষ হয়। এরপর সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠ চত্বরে সাংবাদিক ও পুলিশ সদস্যদের মাঝে মশা নিরোধক ঔষধ (ক্রিম) বিতরন করেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুৎমিশ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সালাহ উদ্দীন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) হুমায়ন কবির, জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান প্রমুখ।

এদিকে, সাতক্ষীরা শহরের অদূর তুফান কনভেনশন সেন্টারে দুপুরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে ডেঙ্গু ঝুঁকি মোকাবেলায় ডেঙ্গু ব্যবস্থাপনা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরার সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহিনের সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ হাবিবুর রহমান, তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম, স্বাচিব সভাপতি ডাঃ মোখলছুর রহমান, বিএমএ সভাপতি ডাঃ আজিজুর রহমান প্রমুখ।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর