শেরপুরে বন্দুকযুদ্ধে ২ সন্ত্রাসী নিহত শুটার ও পাইপগান উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর বাজারে পূর্বপাশের ব্রিজের উপর দুদল সন্ত্রাসীর গুলিবিনিময়ের ঘটনায় গুলিবিদ্ধ হয়ে দু’জনের মৃত্যু ঘটে। ৭ আগষ্ট দিবাগত রাত দেড়টায় দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ভবানীপুর বাজারে পূর্বপাশের ব্রিজের উপর গোলাগুলির সংবাদ পেয়ে শেরপুর থানার টহল পুলিশের একটি দল, শেরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান, শেরপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হন।

সেখানে গুরুতর আহত অবস্থায় দু’জন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পুলিশের কাছে একজন তাদের পরিচয়দেন গাইবান্ধার সদর উপজেলার কাঁচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ধনেশ্বও সুকুমার (৩৮)ও নাটোর জেলার সিংড়া থানার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল (৫৫)। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঈউগঝ (ঈৎরসব উধঃধ গধহধমবসবহঃ ঝুংঃবস) খোঁজ করে আফজালের নামে বিভিন্ন থানায় ২০ টি এবং ধনেশ^রের নামে ১১ টি মামলা পাওয়া গেছে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, দুদল সন্ত্রাসীর গুলিবিনিময়ের ঘটনার ঘটেছে। সেখানে গুরুতর আহত অবস্থায় দু’জন ব্যক্তিকে পড়ে থাকতে দেখে দ্রুত শজিমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর