টি-২০ বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা আজ

ওয়ানডে বিশ্বকাপের দ্বাদশ আসরে প্রত্যাশা মতো খেলতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপের মিশন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ খেলতে গেলেও ধবল ধোলাই খেয়েছে টাইগাররা। তাই শক্তভাবে এবার ঘুরে দাঁড়াতে চায় লাল সবুজের জার্সিধারিরা। ইতোমধ্যেই পরবর্তি সিরিজগুলোকে ঘিরে পরিকল্পনা করা শেষ বিসিবির। আবার আগামী বছর অস্ট্রেলিয়ার আয়োজিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরেও শুরু হয়েছে পরিকল্পনা।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য বুধবার (৭ আগস্ট) ৩৫ জনের প্রাথমিক দল ঘোষণা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৬ আগষ্ট) বিসিবি প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে এমনটা জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

নিয়মিত সদস্যদের সঙ্গে এই (টি-টোয়েন্টি) স্কোয়াডে অন্তর্ভুক্তি ঘটবে কিছু সম্ভাবনাময় ক্রিকেটারেরও। এদের মধ্যে তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব ও তরুণ ব্যাটসম্যান ইয়াসির আলি অন্যতম। এমনটি ইঙ্গিত দিয়েছেন নান্নু।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর