দ্বিতীয় টেস্টে থাকছেন না অ্যান্ডারসন

পায়ের ইনজুরির কারণে অ্যাশেজে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন পেসার জেমস অ্যান্ডারসন। তাই ১৪ আগস্ট থেকে শুরু হওয়া লিডস টেস্টে তার বদলে দেখা যেতে পারে জোফরা আর্চারকে।

প্রথম টেস্টেই পায়ে ব্যাথা পেয়েছিলেন অ্যান্ডারসন। তাই পরে ব্যাটিং করলেও মাত্র ৪ ওভার বোলিং করতে দেখা যায় এই ইংলিশ পেসারকে। খেলা শেষে এমআর আই করা হয়। তাতেই ধরা পড়ে ইনজুরি। আপাতত চিকিৎসক এক সপ্তাহের পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন ৩৭ বছর বয়সি অ্যান্ডারসনকে।

পুরনো জায়গায় ব্যাথা পাওয়ায় ৭ দিনেরো বেশি সময় পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হতে পারে তাকে। তবে অ্যান্ডারসনের ইনজুরিতে খুলে যেতে পারে আরেক পেসার জোফরা আর্চারের ভাগ্য। লিডস টেস্ট দিয়েই টেস্ট অভিষেক হতে পারে বিশ্বকাপজয়ী এই তরুণ পেসারের।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর