পটুয়াখালী জেলা প্রশাসনের পরিস্কার পরিচ্ছন্নতা র‌্যালী অনুষ্ঠিত

‘পরিবেশ রাখি পরিস্কার, বন্ধ করি মশার বিস্তার’ প্রভৃতি শ্লোগান নিয়ে পটুয়াখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে র‌্যালী অনুষ্ঠিত।

আজ ০৬আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় স্থানীয় সার্কিট হাউজ প্রাঙ্গন হতে জেলা প্রশাসন আয়োজনে র‌্যালী বের করা হয়। র‌্যালী শহরের গুরুত্বপুর্ন সড়ক সমূহ প্রদক্ষিন করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসক কার্যালয়ের আঙ্গিনায় ঝোপ জঙ্গল আগাছা কেটে পরস্কিার করে মশা নিধনের ফগার মেশিন দিয়ে ঔষধ ছিটিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক(ভারপ্রাপ্ত) কাজী আলমগীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, ডিবি পুলিশের ইনচার্জ খন্দকার জাকির হোসেনসহ প্রশাসনের কর্মকর্তা, সুধীজন। র‌্যালীতে ডেঙ্গু প্রতিরোধে করনীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরন করা হয়। জেলার ৮টি উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে একযোগে এ র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

প্রকাশ, আজ ৬ আগষ্ট পর্যন্ত পটুয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৬০ ডেঙ্গু রোগী ভর্তি হয়। ইতিমধ্যে ৪২ জন রোগী চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হয়ে বাড়ি গেছেন বলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ সাইদুজ্জামান জানান।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর