‘মশা নিধনে নাগরিক ঐক্য গড়ে তুলতে হবে’

‘মশা নিধনে নাগরিক ঐক্য গড়ে তুলতে হবে, ডেঙ্গু সময়ের জাতীয় সঙ্কট! এ অবস্থা থেকে আমাদের নিজেদেরই পরিত্রাণন খুঁজে বের করতে হবে’-

ঢাকার উপকন্ঠ ধামরাইয়ে ধামরাই বন্ধু মহল ও স্বপ্ন ডানা পরিবারের উদ্যোগে পালিত মশা নিধন সপ্তাহ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে জানালেন ঢাকা-২০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি।

মঙ্গলবার (৬ আগষ্ট) সকাল ১১ টায় ধামরাই উপজেলা চত্বর থেকে এ কার্যক্রম শুরু হয়। এসময় বিভিন্ন নালা ও জলাশয়ে জমে থাকা পানিতে ডেঙ্গু মশা নিধনের জন্য আলহাজ্ব বেনজীর আহমেদ ও ধামরাই পৌরসভার মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা ব্লিচিং পাউডারসহ মশা নিধনের ওষুধ প্রয়োগ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- ধামরাই পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব গোলাম কবীর মোল্লা, ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ সিরাজ উদ্দিন সিরাজ প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, কলেজ ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর