অবৈধ সম্পদের দায়ে নোয়াখালীতে জর্জকোটে নাজীর গ্রেপ্তার

নোয়াখালীতে দুদকের দায়ের করা মামলায় অবৈধ সম্পদের দায়ে আলোমগীর হোসেন নামে জর্জকোটের এক নাজীরকে গ্রেপ্তার করেছে দুদক।

দুদক সূত্রে জানা যায়, আলোমগীর হোসেন নোয়াখালী জর্জকোর্টে একজন নাজীর হিসেবে কমর্রত ছিলেন। দীর্ঘদিন তার বিরুদ্ধে নানা অনিয়ম ও অবৈধ সম্পদের অর্জনের অভিযোগ উঠছে। তার সূত্র ধরে নোয়াখালী দূর্ণীতি দমন কমিশন (দুদক) তাকে সোমবার সকালে তার নিজ বাসা থেকে আটক করে।

এ সময় তার কাছ থেকে চোরাই ইয়ামা পেজ এর একটি মটর সাইকেল উদ্ধার করা হয়। একই সাথে সাত কোটি সতের লক্ষ পঁয়ত্রিশ হাজার ছ’শ পঁচিশ টাকা (৭,১৭,৩৫,৬,২৫) টাকার অভিযোগের সত্যতার প্রমাণ পায়।

আলমগীর হোসেনে (৪৫) নোয়াখালী সদর উপজেলার কৃষ্ণরামপুর গ্রামের মাহিয়া নিবাসে বসবাস করে আসছে। সে ঐ গ্রামের নুরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে দুদকের ২ টি মামলা দায়ের করা হয়েছে। সে ১৯৯৭ সালে নোয়াখালী জর্জকোটে নাজীর হিসেবে যোগধান করে এই ২১ বছরে এই অবৈধ সম্পদের পাহাড় গড়ে তোলে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর