ভিক্ষুকমুক্ত দিনাজপুর গঠনে কাজ শুরু

২০২১ সালের মধ্যে ভিক্ষুকমুক্ত দিনাজপুর গঠনে পুনর্বাসনের কাজ শুরু করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক মাহমুদুল আলম জানান, ভিক্ষুকমুক্ত জেলা গঠনের লক্ষ্যে ৭ হাজার ৫ জন ভিক্ষুকের তালিকা তৈরি করা হয়েছে। ইতোমধ্যে ১ হাজার ৩৫০ জন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।

এর অংশ হিসেবে সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের সাতজন ভিক্ষুককে সাতটি দোকানঘর নির্মাণ করে দিয়েছে জেলা প্রশাসন। পর্যায়ক্রমে বাকি ভিক্ষুকদেরও পুনর্বাসন করা হবে। এ ধরণের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সুবিধাভোগীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর