বনানীর উদ্দেশে ঢামেকের ২০ অ্যাম্বুলেন্স

রাজধানীর বনানীর এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা সেবা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সরকারি ও বেসরকারি মিলে ২০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে গেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ১২টা ৫৫ মিনিটে বনানীর ১৭ নম্বর রোডের এফ আর টাওয়ারের আট ও নয়তলায় আগুন লেগেছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন জানান, বেসরকারি অ্যাম্বুলেন্স হাসপাতালের আশপাশে অবস্থান করছিল তাদের নির্দেশ দেওয়া হয়েছে দ্রুত অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে নিয়ে আসতে। ২০টির মতো অ্যাম্বুলেন্স বনানীর অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। এছাড়া আমাদের সরকারি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে। আহতদের উন্নত চিকিৎসার দেওয়ার জন্য হাসপাতালে সব ডিপার্টমেন্টের চিকিৎসকরা প্রস্তুত আছেন।

আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনাস্থলে কাজ করছে ১৩ ইউনিট।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর