মশক নিধন ও পরিচ্ছন্নতা জনসচেতনতামূলক লিপলেট বিতরন

সাতক্ষীরায় “ডেঙ্গুমুক্ত দেশ চাই,পরিচ্ছন্নতার বিকল্প নাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে দেশব্যাপী মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ পালন উপলক্ষে এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক লিপলেট বিতরন করেছেন সাতক্ষীরা নদী রক্ষা, জলাবদ্ধতা নিরসন, খাস জমি উদ্ধার, পরিবেশ রক্ষা বাস্তবায়ন কমিটি। রবিবার বেলা ২টায় সাতক্ষীরা জেলা তথ্য অফিসের সহযোগীতায় সাতক্ষীরা জর্জকোর্ট এলাকা থেকে শুরু করে খুলনা রোড পর্যান্ত বিভিন্ন স্থানে জনসচেতনতা মূলক লিপলেট বিতরন শেষে সাতক্ষীরা খুলনা রোড মোড় সংগঠনের সিনিহর সহ সভাপতি এ্যাডঃ এ,বি,এম, সেলিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারন সম্পাদক এ্যাডঃ অসিম কুমার মন্ডলেরর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের সাতক্ষীরার সম্পাদক এবং সংগঠনের সভাপতি মোঃ মহসিন হোসেন বাবলু, বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের এ্যাডঃ সরদার সাইফ, অধ্যক্ষ নাজিরুল ইসলাম, সুপ্রিম কোর্টের এ্যাডঃ শেখ শিমুল, এ্যাডঃ আশরাফুল আলম বাবু, অধ্যাপক আব্দুল ওহাব, এ্যাডঃ কাজী আব্দুলাহ আল হাবিব, এ্যাডঃ মিজানুর রহমান বাপ্পি, মোঃ মাসুদুজ্জামান সুমন, এ্যাডঃ শেখ আবু সাইদ রাজা, এ্যাডঃ বাবলুর রহমান, এ্যাডঃ তোহা কামাল উদ্দীন, এ্যাডঃ আরিফুর রহমান আলো, ক্রাইম প্রতিদিনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি হেলাল উদ্দীন, মোঃ জুলফিকার প্রমুখ।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর