ডেঙ্গু প্রতিরোধে সুশীল ব্যক্তিদের সাথে মতবিনিময়

লক্ষ্মীপুরে মহামারি ডেঙ্গু প্রতিরোধে পৌর এলাকার সকল উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, ও প্রাথমিক পর্যায়ের প্রতিষ্ঠান প্রধান, পৌরসভার কাউন্সিলর এবং জেলার সুশীল সমাজের ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছে জেলা প্রশাসক।

রোববার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে সভা উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নিজাম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামান ভূঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রেদোয়ান আরমান শাকিল, লক্ষ্মীপুর আলিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা ইসমাইল হোসেন, লক্ষ্মীপুর প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, জেলা সমাজসেবা উপ-পরিচালক নুরুল ইসলাম পাটোয়ারী, পৌরসভা প্যানেল মেয়র কামাল উদ্দিন খোকন, পৌর সচীব আলাউদ্দিনসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজ ও বিভিন্ন দপ্তর প্রধানগণ।

সভায় পৌরসভার সকর ডোবা, নর্দমা অপরিচ্ছন্ন স্থান গুলো পরিস্কার করাসহ ডেঙ্গু প্রতিরোধে সকল ধরনের ঔষধ ছিটানোসহ সবাইকে সচেতন হওয়ার আহবান জানান জেলা প্রশাসক।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর