নাটকীয় জয় ভারতের

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের চরম ব্যাটিং বিপর্যয়। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই উইকেট হারায় ক্যারিবীয়রা। নিয়মিত বিরতিতে উইকেট পতনের কারণে ৯ উইকেটে ৯৫ রানে গুটিয়ে যায় উইন্ডিজ।

শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সেন্ট্রাল ব্রাউয়ার্ড আঞ্চলিক পার্ক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয়রা।

স্কোর বোর্ডে কোনো রান যোগ করার আগেই ফেরেন জন ক্যাম্পবেল। ওয়াশিংটন সুন্দরের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। দলীয় ৮ রানে ফেরেন অন্য ওপেনার এভিন লুইস।

এরপর ২০ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান নিকোলাস পুরান। তিনি ফেরেন ১৬ বলে ২০ রান করে। দলের এই ব্যাটিং বিপর্যয়ের দিনে হাল ধরেন কায়রন পোলার্ড। এক বছর পর জাতীয় দলে ফিরে উইকেটের একপাশ আগলে রাখেন তিনি। অন্য প্রান্তে আসা-যাওয়ার মিছিলে অংশ নেন সিমরন হিতমার, রোভম্যান পাওয়েল, কার্লোস ব্রাথওয়েট ও সুনীল নারিনরা।

১৫.১ ওভারে ৭০ রানে ৭ উইকেট হারিয়ে একঘরে হয়ে যায় উইন্ডিজ। দলের এমন ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই করে যান পোলার্ড। ইনিংস শেষ হওয়ার তিন বল আগেই এলবিডব্লিউ হয়ে ফেরেন পোলার্ড। তার আগে ৪৯ বলে ৪টি ছক্কা ও দুই বাউন্ডারির সাহায্যে ৪৯ রান করেন তিনি।

পোলার্ডের দায়িত্বশীলংতায় ৯৫ রান তুলতে সক্ষম হয় উইন্ডিজ। ভারতের হয়ে অভিষেক ম্যাচে চার ওভারে ১৭ রানে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন নভদীপ শাইনি।

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ৯৫/৯ (পোলার্ড ৪৯, নিকোলাস পুরান ২০, ব্রাথওয়েট ৯; শাইনি ৩/১৭, ভুবনেশ্বর কুমার ২/১৯)।

৯৬ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে ১৭.২ ওভারে ৬ উইকেটে ৯৮ রান করে ভারত । যার ফলে ৪ উইকেটের জয় পায় কোহলি বাহিনী ।

বিস্তারিত আসছে…

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর