৮২২ কোটি টাকা দিয়ে হ্যারিকে কিনছে ম্যানইউ!

লেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার হ্যারি মারগুয়েইকে নিতে ট্রান্সফার মার্কেটের সব রেকর্ড ভেঙে দিয়েছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাটেড। ৮০ মিলিয়ন পাউন্ডের (বাংলাদেশি ৮২২ কোটি টাকা) বিনিময়ে এই মৌসুমেই রেড ডেভিলদের ডাগআউটে দেখা যাবে হ্যারিকে।

ফুটবল ইতিহাসে কোনো ক্লাব এত চওড়া দামে ডিফেন্ডার কিনেনি। এর আগে সর্বোচ্চ ৭৫ মিলিয়ন ফাউন্ড দিয়ে ডাচ ফুটবলার ভার্জিল ভ্যান ডিককে কিনেছিল লিভারপুল।

ভার্জিল ভ্যান ডিজিক গত বছরন রাশিয়া বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিলেন। তখন থেকেই তাকে দলে ভেড়ানোর জন্য উঠে-পড়ে লাগেন ম্যানইউ কোচ। কিন্তু গত বছরের জুলাইয়ে হল সিটি থেকে লেস্টারে যোগ দেন হ্যারি। ক্লাবটির সঙ্গে চুক্তি করেন পাঁচ বছরের। এই চুক্তির কারণেই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে হয়েছে ম্যানইউকে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর