ঝিনাইদহে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

‘শোন, যুক্তিই আমার সৌন্দর্য’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিতর্ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপী সরকারি নুরুন্নাহার মহিলা কলেজে এ প্রশিক্ষণের আয়োজন করে ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ)। সকালে কর্মশালার উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মনিরুল আলম। এসময় উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ পরিমল কুমার বিশ্বাস, শিক্ষক পরিষদ সম্পাদক কবুয়াত আলী, ডিবেটিং ক্লাবের মডারেটর সালমা জাহান, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ) এর কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান এস এম শামীম রানা, প্রধান সমন্বয়কারী আরাফাত তুষার, ঝিনাইদহ জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামসহ অন্যান্যরা। দিনব্যাপী এ কর্মশালায় ওই কলেজের দেড়শতাধিক ছাত্রী অংশ নেয়। পরে এনডিএফ’র নেতৃবৃন্দ বিতক প্রশিক্ষণ প্রদাণ করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর