গারো ভাষায় প্রথম রবীন্দ্র সংগীত গাইলেন জাককানইবি শিক্ষার্থী

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থী কৃপা দিয়া মানখিন গারো ভাষায় গাইলেন প্রথম রবীন্দ্র সঙ্গীত।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের “পাগলা হাওয়ার বাদল দিনে ” গানটির গারো অনুবাদকৃত রূপ গেয়েছেন এই শিক্ষার্থী। গানটির অনুবাদ করেন মি. ফরিদ জাম্বিল। গারো ভাষায় এ গানটি “খরে বালওয়া মিখা ওয়াশিশিয়ান সাল্লো “।

কৃপা দিয়া মানখিন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সঙ্গীতে মাস্টার্স এ অধ্যয়নরত আছেন। তার বাড়ি ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলায়। উদীয়মান এই শিল্পী আদিবাসীদের গারো গান করে যাবেন বলে ব্যক্ত করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর