সিংগাইরে সামাজিক সমস্যা নির্মূলে স্কাউটস’র ভূমিকা শীর্ষক কর্মশালা

মানিকগঞ্জের সিংগাইরে সামাজিক সমস্যা নির্মূল ও প্রতিকারে স্কাউটস এর ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

উপজেলা পরিষদের আয়োজনে ২রা আগস্ট স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় উপজেলা পরিষদের মিলনায়তনে দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন ।

প্রশিক্ষণ কর্মশালায় দিক-নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রাহেলা রহমত উল্লাহ, সহকারী কমিশনার(ভূমি) হামিদুর রহমান, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, সমাজসেবা কর্মকর্তা আব্দুল আলিম, মহিলা বিষয়ক কর্মকর্তা বিলকিস নাহার, উন্নয়ন ফ্যাসিলিটিজ কর্মকর্তা আজরা জাবিনসহ আরো অনেকে ।

কর্মশালায় শিক্ষকগণ কিভাবে মাদকসেবন, ইভটিজিং ও বিপদগ্রস্ত পথ থেকে শিক্ষার্থীদের রক্ষা করে সমাজসেবা মূলক কাজে সম্পৃক্ত করবেন সে বিষয়ে প্রশিক্ষণ ও দিক নির্দেশনা দেয়া হয় ।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর