ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে বাংলাদেশের যুবারা

ইংল্যান্ডকে উড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। দুর্দান্ত বোলিং নৈপুণ্যে সিরিজে নিজেদের ষষ্ঠ ম্যাচে ইংল্যান্ডকে ৭২ রানে হারিয়েছেন যুবারা।

এদিন প্রথমে টস হেরে ব্যাটিংয়ে যাওয়া বাংলাদেশ ১৮ রানে ওপেনার পারভেজ হোসেন ইমনকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায়। তবে অন্য প্রান্তে আরেক ওপেনার তানজিদ হাসান ২ ছক্কা আর ১৬ চারে ১১৩ বলে ১১৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।

মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা বেশ ভালো মতোই সামাল দেন তানজিদ। তানজিদ ও জয়ের লম্বা জুটির পরেও বাংলাদেশ বড় স্কোর গড়তে পারেনি। যুবাদের এই জুটি সাজঘরে ফিরলে এক হৃদয় (৩১) ছাড়া দুই অঙ্কের ঘরে যেতে পেরেছেন কেবল অধিনায়ক আকবর আলী (১১)।

শেষ পর্যন্ত পুরো ৫০ ওভারও খেলতে পারেনি বাংলাদেশ। ৪৭ দশমিক ১ ওভার খেলেই বাংলাদেশের ব্যাটিং লাইনআপ গুটিয়ে যায় ২২৪ রানে।

ছোট স্কোর তাড়া করতে নেমে বাংলাদেশের বোলিংয়ের তোপের মুখে পড়েন ইংলিশ যুবারা। দলের ৬ রানের মাথাতেই ইংলিশদের প্রথম উইকেট পড়ে যায়। এরপর নিয়মিত বিরতিতে ইংলিশ ব্যাটসম্যানরা সাজঘরের রাস্তা ধরেন।

৫১ রানে ৫ উইকেট হারিয়ে কাঁপতে থাকা ইংল্যান্ড ব্যাটিং লাইনআপ শেষ পর্যন্ত ১৫২ রানেই থেমে যায়।

বাংলাদেশের হয়ে তানজিম হাসান সাকিব ও রাকিবুল হাসান নেন ৩টি করে উইকেট। মৃত্যুঞ্জয় চৌধুরী ও শাহীন আলম নেন ২টি করে উইকেট।

বার্তাবজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর