খালেদা জিয়াকে হত্যার পরিকল্পনা চলছে: মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে সুপরিকল্পিতভাবে হত্যা করার পরিকল্পনা চলছে। আর এ ধরনের কোনও কিছু ঘটলে কারা কর্তৃপক্ষকে এর দায়ভার বহন করতে হবে। বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়া সুস্থ অবস্থায় কারাগারে গিয়েছিলেন, আর এখন অসুস্থ অবস্থায় কারাগারে চলাচল করতে পারছেন না। তাকে জোর করে আদালতে নিয়ে আসা হয়।

তিনি বলেন, কারাগারে কোনও চিকিৎসক তার স্বাস্থ্য পরীক্ষা করেননি। তার যে অসুখগুলো রয়েছে তা মনিটর করা দরকার। কিন্তু কোনও কিছুই করা হয়নি।

তিনি বলেন, তিনবারের প্রধানমন্ত্রী, দুইবার বিরোধীদলীয় নেতা-এমন একজন নেত্রীকে কোনও চিকিৎসা দেয়া হচ্ছে না। একটি বর্বর সমাজেও অসুস্থ মানুষের প্রতি একটা মানবিক আচরণ করা হয়। যা এই সরকার করছে না।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দাবি একটাই। অবিলম্বে এই মুহূর্তে খালেদা জিয়াকে তার পছন্দের হাসপাতালে স্থানান্তর করা হোক এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হোক।

এ সময় তিনি অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানান।

সূত্র: আরটিভি অনলাইন

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর