নজিরবিহীন বাজেট বরাদ্দের প্রস্তাব পেন্টাগনের

মধ্যপ্রাচ্যে ইরানের কথিত হুমকি মোকাবেলা এবং সন্ত্রাসবাদের প্রতি ইরানের সমর্থনের অভিযোগ তুলে আগামী বছর সামরিক খাতের জন্য নজিরবিহীন বাজেট আদায়ের চেষ্টা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প প্রশাসন গত সপ্তাহে পেন্টাগনের জন্য ৭৫০ বিলিয়ন ডলারের আবেদন জানিয়েছে। আমেরিকার ইতিহাসে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জন্য এটাই সবচেয়ে বড় অংকের অর্থের আবেদন।

মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের কর্মকর্তা প্যাট্রিক শানাহান দাবি করেছেন, ইরানের সাইবার সক্ষমতা ও ক্ষেপণাস্ত্র শক্তি এবং পশ্চিম এশিয়ায় দেশটির ক্রমবর্ধমান প্রভাব আমেরিকার জন্য হুমকি।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর