শেরপুরে ভেজাল তেল কারখানার সন্ধান, আটক ১

বগুড়ার শেরপুরের শুভগাছা গ্রামে মঙ্গলবার রাত ১০ টার দিকে শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ভেজাল তেল কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মালামাল উদ্ধার ও এক ব্যক্তিকে আটক করেছে।

শেরপুর থানার এসআই ওসমান গনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের দাখিল মাদ্রাসার পাশের্^ একটি বাড়িতে ভেজাল ও নকল তেল তৈরীর কারখানার সন্ধান পায়। এসময় ৬০ লিটার সয়াবিন তেল সহ নারিকেল ও সরিষার তেল, খালি বোতল, বোতলের লেবেল, ২টি ড্রাম সহ কারখানার সরঞ্জামাদি জব্দ করা হয়। অভিযানে বাড়ির মালিক ইব্রাহিম খন্দকার (৪০) কে আটক করা হয়েছে।

শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর জানান, ওই কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনবিহীন ও ভেজাল তেল তৈরীর সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর