লক্ষ্মীপুরে ঈদুল আযহা উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতি

নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ, সড়কে যানবাহন চলাচল নির্বিঘ্নকরণ, অতিরিক্ত ভাড়া আদায় রোধকরণ এবং ঈদ উদযাপন সংশ্লিষ্ট বিষয়ে ঈদ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যলয়ের সম্মেলন কক্ষে সভার প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।

অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জমান ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রট মোঃ ইকবাল হোসেন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলিসহ জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানগণ সভায় অংশ নেন।

সভায় সম্মতিক্রমে ঈদুল আযহাকে সুন্দর ভাবে উদযাপন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিভিন্ন দিক নির্দেশনা দেন জেলা প্রশাসক। প্রতিটি পশুর হাটে নিরাপত্তা জোরদার করণ, ভাড়া আদায়ে হয়রানী মুক্ত করণ ও পশু জবাই নিয়ে সাধারন মানুষের ভোগান্তির শিকার থেকে বিরত রাখতেও দিক নির্দেশে দেয়া হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর