সরিষাবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে ৪৮তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

সকালে মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাঞ্জলি শেষে সরিষাবাড়ী কলেজ মাঠে পুলিশ, আনসার ও শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।

জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিকের পরিচালনায় অন্যদেরর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশিদ, পৌর মেয়র রুকুনুজ্জামান রোকন প্রমুখ। এ সময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে শহীদ মুক্তিযোদ্বাদের পরিবারের সদস্য ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। পরে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার তুলে দেন।

এছাড়া দিবসটি উপলক্ষে দিনব্যাপি কর্মসূচির মধ্যে শিশুদের চিত্রাঙ্কন ও মহিলাদের বালিশ খেলা, প্রীতিক্রিড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগ লীগ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলিসহ পৃথক কর্মসূচি পালন করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর