ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার মিনু মারা গেছেন

টাঙ্গাইলের কালিহাতীতে ছেলেধরা গুজবে গণপিটুনির শিকার ভ্যানচালক মিনু মিয়া চিকিৎসাধীন মারা গেছেন।

সোমবার সকাল ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে মেডিকেলের পুরুষ ওয়ার্ডের ২০১ নম্বরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

মিনু মিয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার টেপিবাড়ী গ্রামের কুরবান আলীর ছেলে। মিনু মিয়ার বড় ভাই আবদুল আজিজ জানান, বন্যার পানি বাড়িতে প্রবেশ করায় উপার্জনহীন হয়ে পড়েন মিনু।

পরে কালিহাতী উপজেলার সয়া বাজারহাটে মাছ ধরার জাল কিনতে যান মিনু। সেই সময় ছেলেধরার গুজবে তাকে গণপিটুনি দেয় একদল লোক। পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মিনুর অবস্থার অবনতি হওয়ায় ওই দিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সোমবার সকালে সেখানে মিনু চিকিৎসাধীন মারা যান। ভূঞাপুর পৌরসভার কাউন্সিলর খন্দকার শরিফুল আলম সোহেল জানান, মিনু মিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।

কালিহাতী থানার ওসি হাসান আল মামুন জানান, মিনু মিয়াকে গণপিটুনির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

এ ছাড়া এ ঘটনায় আরও যারা জড়িত তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর