ডেঙ্গু থেকে মুক্তি, তাই হাসি ওর মুখভর্তি

মশা। আকারে ক্ষুদ্র হলেও অত্যন্ত ভয়ংকর। পৃথিবীতে যতো প্রাণী আছে তার মধ্যে সম্ভবত সবচেয়ে মারাত্মক এই কীট।ভাইরাস, ব্যাকটেরিয়া, জীবাণু- সবই বহন করে এই মশা। শুধু বহন করেই ক্ষান্ত হয় না, সামান্য এক কামড়ে এসব ছড়িয়ে দিতে পারে একজন থেকে আরেক জনের শরীরেও।এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর এডিস মশা। এখন ধেম জুড়ে এক ভয়ঙ্করের নাম। যাদের কাছে গেলে মিলবে এর চিকিৎসা তারাও এখন দিশেহারা।এখন পর্যন্ত এই ছোট্ট কিটের কাছে হেরে গেছেন তিনজন চিকিৎসক!

তাই এমন জ্বর থেকে মুক্তি পেতে মরিয়া আক্রন্তরা।আর আতঙ্কের মধ্যে আছেন আক্রন্ত হননি যারা।হাসির মিছিলে আছেন আক্রন্তের পর সুস্থ হয়ে ফিরেছেন যারা।বস্তাবতা এমনটাই বলছে।

ডেঙ্গু থেকে আপাতত রেহাই মিলেছে ওর। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার আনন্দ ধরা পড়েছে তাই তার মুখে।

নাম, মো. ইয়াকুব আলী। বাসা মগবাজার। ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়দিন ধরে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ছিলেন।

উল্লেখ্য, দেশে ডেঙ্গুর ভয়াবহতা চরম আকার ধারণ করেছে। গত কয়েকদিনে ডাক্তার, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী, শিশুসহ বেশ কিছু মৃত্যুর ঘটনা মানুষকে নাড়িয়ে দিয়েছে। হাসপাতালগুলোতে তিল ধারণের জায়গা নেই। ইয়াকুবের মতো হাসিমুখে হাসপাতাল ছাড়তে পারবে তো সবাই?

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর