মুক্তিযোদ্ধা সেলিম হত্যায় আধাবেলা হরতাল পালিত

পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা পাকশীর আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে ঈশ্বরদীতে অর্ধবেলা হরতাল পালিত হয়েছে।

আজ সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ হরতালে পালিত হয়। হরতালে উপজেলায় প্রায় সব ধরনের যানবাহন চলাচল ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল।

ঈশ্বরদীতে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের কোনো যানবাহন চলাচল করেনি। তবে রেলওয়ে জংশন থেকে যথারীতি উত্তর-দক্ষিণসহ সারা দেশের রেলযোগাযোগ স্বাভাবিক ছিল।

হরতালের সমর্থনে ঈশ্বরদী রেলগেটসহ বিভিন্ন স্থানে পিকেটিংয়ে সক্রীয় ছিলেন হরতাল আহ্বানকারী ‘মুক্তিযোদ্ধা-জনতা’ ব্যানারের কর্মীরা।

হরতাল চলাকালে কোথাও অপ্রীতিকর কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি রাতে মুক্তিযোদ্ধা ও পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সেলিমকে দুর্বৃত্তরা গুলি করলে হাতপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর