আইপিএলে মুসলিম ক্রিকেটারদের জন্য বিশেষ সুবিধা

আইপিএলে খেলতে আসা মুসলিম ক্রিকেটারদের বিশেষ সুবিধা দিচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। তারা চাইলে কোনো মাদক দ্রব্যের লোগো ছাড়াই মাঠে নামতে পারবেন। ইসলাম ধর্মে যেকোনো মাদকদ্রব্যের প্রচার নিষেধ।

এবারের আইপিএলে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজিকে স্পন্সর করছে বিভিন্ন মাদকের পানীয় কোম্পানি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দলে অলরাউন্ডার মঈন আলি ও পেসার মোহাম্মদ সিরাজকে সেই সুযোগ করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, এবারের আইপিএলে মুসলিম ক্রিকেটার রয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ এবং কিংস ইলেভেন পাঞ্জাবে। হায়দরাবাদে আছেন সাকিব আল হাসান (বাংলাদেশ), রশিদ খান, মোহাম্মদ নবী (আফগানিস্তান), খলিল আহমেদ, শাহবাজ নাদিম ও ইউসুফ পাঠান (ভারত)। পাঞ্জাবে আছেন মোহাম্মদ শামি ও সরফরাজ খান (ভারত), মুজিব-উর-রহমান (আফগানিস্তান)।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর