কুষ্টিয়ায় ৪ দফা দাবিতে ডিপ্লোমা ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

কুষ্টিয়ায় ৪ দফা দাবিতে ডিপ্লোমা চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন আজ রবিবার(২৮-০৭-১৯ ইং) সকালে কুষ্টিয়ার এন.এস রোড সংলগ্ন এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। এ সময় ম্যাটস শিক্ষার্থীরা তাদের ৪দফা দাবি তুলে ধরে-

১.কমিউনিটি ক্লিনিকে ম্যাটস হতে পাশকৃত ডিপ্লোমা ডিগ্রিধারী চিকিৎসক দের
উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদ সৃষ্টি ও পদায়ন।
২.বঙ্গবন্ধুর পঞ্চম বার্ষিকী পরিকল্পনা
(১৯৭৩-১৯৭৮)মোতাবেক
ম্যাটস শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার।
৩.মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে সতন্ত্র বোর্ড গঠন।
৪.ইন্টার্নিশিপে ভাতার দাবী পেশ করে।

পরে স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রণালয় বরাবর কুষ্টিয়া সিভিল সার্জনের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে।
উল্লেখ্য বঙ্গবন্ধুর সরকার ১৯৭৩-১৯৭৮ইং পরিকল্পনা মোতাবেক চিকিৎসা বিদ্যায় ‘ডি এম এফ’ কোর্স আন্তর্জাতিক ভাবে অনুমোদন করিয়ে নিয়ে আসেন।
এরপর ১৯৭৬ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় অনুমোদিত, রাষ্ট্রীয় চিকিৎসক অনুষদ কর্তৃক অধিভুক্ত, বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)এর মাধ্যমে ডি এম এফ কোর্সটি যাত্রা শুরু করে।
র্তমানে দেশে ৯টি সরকারি ম্যাটস ও প্রায় ২০৯টি বেসরকারি ম্যাটস ডিপ্লোমা চিকিৎসকের ‘ডি এম এফ’ কোর্সটি পরিচালনা করে আসছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর