‘ট্রাম্পের কাছে দেয়া বক্তব্য প্রিয়া সাহার নাকি প্রধানমন্ত্রীর’ প্রশ্ন ফখরুলের

সাধারণ মানুষ জানতে চায় সম্প্রতি আমেরকিার প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্পের কাছে দেয়া প্রিয়া সাহার বক্তব্যটি আসলে কার? প্রিয়া সাহার নিজের নাকি প্রধানমন্ত্রীর? বিষয়টি আগে সাধারণ মানুষের সামনে পরিষ্কার করা উচিত, এর সুরাহা করা উচিত।

রোববার বেলা ১২টায় ঠাকুরগাঁওয়ের নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মন্তব্য করেন।

উল্লেখ্য, প্রিয়া সাহা ডোনাল্ড ট্রাম্পকে বলেন, বাংলাদেশ থেকে তিন কোটি ৭০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান নিখোঁজ হয়েছেন। আমরা দেশে থাকতে চাই, আমাদের দয়া করে সাহায্য করেন। সেখানে এখনো এক কোটি ৮০ লাখ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান রয়েছে। প্রিয়া বলেন, আমার বাড়িঘর জ্বালিয়ে দেয়া হয়েছে, জমি কেড়ে নেয়া হয়েছে। মুসলিম উগ্রবাদীরা এটা করছে এবং তারা সব সময় রাজনৈতিক আশ্রয় পাচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল শনিবার ছড়িয়ে পড়ে প্রিয়ার এসব বক্তব্য।

বার্তাবাজার/এসআর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর