সাভারে মোমবাতি প্রজ্জ্বলন করে গনহত্যা দিবস পালিত

সারা বাংলাদেশের ন্যায় সাভারে বিভিন্ন স্থানে ২৫ মার্চ গনহত্যা দিবস পালিত হয়েছে। সাভারে রেডিও কলোনি মডেল স্কুল মাঠ প্রাঙ্গনে সোমবার (২৫ মার্চ) সন্ধ্যায় বিভিন্ন আয়োজনে এ দিবসটি পালন করা হয়।

প্রথমে জাতীয় সঙ্গীত, প্রামান্যচিত্র, আলোচনাসভা, মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, পরে কয়েকশ মোমবাতি প্রজ্জলন করে গনহত্যা দিবস পালন করে শিক্ষক- শিক্ষার্থীরা। এসময় রেডিও কলোনি মডেল স্কুলের প্রধান শিক্ষক এইচ এম শাহ্ আলম মিয়াসহ শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সাভার রেডিও কলোনি মডেল স্কুলের সহকারী প্রধান শিক্ষক অরুপ চক্রবর্তী বলেন, এ কালো রাত বলতে গেলে এক অন্ধকার রাত্রি। এই রাতে আমাদের জাতীয় জীবনে নেমে এসেছিলো এক ঘোর অন্ধকার।

এসময় তিনি আরো বলেন, অন্ধকার আলোকে দূর করে, আবার আলো অন্ধকারকে দূর করে নতুন দিনের সুর্য উঠে। আজ আমাদের কালো রাত্রি ভেদ করে আলোয় উদ্ভাসিত হলো এবং মোমবাতি প্রজ্জলন করে আঁধারকে দূর করার মধ্য দিয়ে স্বাধীনতা সুর্য উদিত হলো।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর