আকাশ থেকে পড়া বিশালাকৃতির পাথর ঘিরে ফুলবাড়ীয়ায় আতঙ্ক

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় আকাশ থেকে বসতঘরের ওপর একটি কালো পাথর পড়েছে। পাথরটির ওজন ১ কেজি ৭০০ গ্রাম। এ নিয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার রাধাকানাই ইউনিয়নের রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামে ইদ্রিছ আলী খানের টিনশেডের চৌচালা বসতঘরের বারান্দার ওপর পাথরটি পড়ে।

পুলিশ জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে কালো রঙের পাথরটি ঘরের ওপর পড়ে বিকট শব্দ হয়। টিনের চালা ছিদ্র হয়ে পাথরটি মাটিতে দেবে যায়। এলাকার মানুষ পাথরটি উদ্ধার করে ৯৯৯ নাম্বারে ফোন করলে থানা থেকে এসআই ছায়েদুর রহমান রাতেই ঘটনাস্থল থেকে কালো রঙের পাথরটি উদ্ধার করে নিয়ে যান। পাথরটি কষ্টিপাথরের নয় বলে বৃহস্পতিবার (২৫ জুলাই) পুলিশ নিশ্চিত করেছে।

তবে পাথরটি নিয়ে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ। আকাশ থেকে পড়া কালো পাথর নিয়ে ওই এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বার্তাবাজার/এএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর