তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর

জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তর সোমবার (২৫মার্চ) রাজধানী ঢাকার হাতিরঝিল থানাধীন মীরবাগ এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। তদারকিমূলক এই অভিযান পরিচালনা করেছেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডল।

অভিযান সম্পর্কে জানতে চাইলে তিনি বার্তা বাজার কে বলেন, হাতিরঝিল থানাধীন মীরবাগ এলাকায় তদারকি এবং বিস্কিট, কেক ও দই এর প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা অনুযায়ী নিউ বি বাড়িয়া বেকারি এন্ড সুইটসকে ১০ হাজার টাকা, আল্লাহর দান মিষ্টি ভান্ডার কে ১০ হাজার টাকা এবং নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে ওষুধ বিক্রয় করার অপরাধে আর এম ফার্মাকে ৩০ হাজার টাকাসহ ৩ প্রতিষ্ঠানকে সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উক্ত তদারকি কাজে হাতিরঝিল থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর