মসজিদে তাবলিগ জামাতের অবস্থান নিয়ে সাদপন্থিদের ওপর হামলা

মিরপুরের কল্যাণপুর জামে মসজিদে তাবলিগ জামাতের অবস্থান নিয়ে সাদপন্থিদের ওপর হামলার খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাদপন্থি তাবলিগ জামাতের মিরপুর মারকাজের সাথী মোহাম্মদ সায়েম বলেন,আমাদের সাথীরা যেখানেই যাই সেখানেই যোবায়েরপন্থিরা হামলা করছে। আজ (বৃহস্পতিবার) ৪-৫শ’ মাদ্রাসাছাত্র হামলা করে। তারা মসজিদের ভেতর ঢুকে আমাদের সাথীদের ওপর হামলা করেছে।

তিনি আরও বলেন,মাওলানা সাদ সাহেবের অনুসারী ১৬ জনের একটি জামাত কল্যাণপুর জামে মসজিদে গেলে যোবায়েরপন্থি মাদ্রাসার ছাত্ররা বাধা দেয়। তারা আমাদের জামাতকে মসজিদে উঠতে দেয়নি।

পরে মিরপুর থানার পুলিশ এসে জামাতকে মসজিদে উঠিয়ে দেয়। সারা দিন জামাতের সাথীরা মসজিদে আমল করেন। আছরের পরে মসজিদের সামনের মাদ্রাসার যোবায়েরপন্থি প্রায় ৪-৫শ’ ছাত্র এসে সাথীদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে সাথীদের মধ্যে মো. আলীসহ তিনজন গুরুতর আহত হন। তাদেরকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়। আর বাকি সাথীরাও শারীরিকভাবে আহত হন।

এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান মোহাম্মদ সায়েম। মিরপুর মডেল থানার এসআই নাজমুল হক বলেন,রাত পৌনে ৮টার দিকে মসজিদে দুই গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে বলে শুনেছি। এ ঘটনায় দুই-তিনজন আহত হয়েছে।

বার্তা বাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর