শেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০১৯ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সারাদেশের ন্যায় শেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস ২০১৯ উপলক্ষে শেরপুর জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা জেলা প্রশাসক আনার কলি মাহবুব এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার উপ-পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম এহছানুল মামুন।

অনুষ্ঠান শুরুতে ১৯৭১ সালের ২৫ মার্চ রাজধানী ঢাকাসহ সারাদেশে পাকিস্তানী হানাদার বাহিনীর ও এদেশীয় দোসর আল বদর, রাজাকারদের গণহত্যার তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্র প্রদর্শন শেষে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার উপ পরিচালক (উপ-সচিব) এটিএম জিয়াউল ইসলাম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান শাওনের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সাবেক জেলা কামান্ডার আ স ম নুরুল ইসলাম হীরু, সরকারী কলেজের সহকারী অধ্যাপক শিব শংকর কারুয়া শিবু, সাংবাদিক দেবাশীষ ভট্টাচায্য, তালাপ তুপ হোসেন মঞ্জু প্রমুখ।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিরোজ আল মামুন, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ পীযুষ চন্দ্র সূত্রধর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক আশরাফ উদ্দিন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অহনা জিন্নাত, নিরুপমা রায়, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফখরুল মজিদ খোকন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী নেজামুল হক, শেরপুর বিদ্যুৎ বিভাগের সহকারী প্রকৌশলী মাহাবুব আলমসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর