লক্ষ্মীপুরে ফুলের মালা নিয়ে প্রতিদ্বন্ধি প্রার্থীর বাড়ীতে বিজয় প্রার্থী টিপু

লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে দোয়াত কলমের প্রতিদ্বন্ধি নৌকা প্রতীকের প্রার্থী আবুল কাশেম চৌধুরীর বাড়ীতে ফুলের মালা নিয়ে উপস্থিত হয়েছেন বিজয়ী প্রার্থী এ কে এম সালাহ উদ্দিন টিপু।

সকালে সদরের উত্তর জয়পুর এলাকার কাশেম চৌধুরীর নিজ বাড়ীতে পৌঁছে বুকে জড়িয়ে ধরে ফুলের মালা পরিয়ে দেন তাকে। এসময় সাথে উপস্থিত ছিলেন, দ্বিতীয় মেয়াদে উপজেলা পরিষদের বিজয়ী চেয়ারম্যান সালাহউদ্দিন টিপুর বড় ভাই আফতাব উদ্দিন বিপ্লব, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্যাহ আল নোমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এসময় আগামীর পথচলায় আবুল কাশেম চৌধুরীর সহযোগিতা চান নব নির্বাচিত চেয়ারম্যান টিপু।

দলীয় মনোনয়ন পেয়ে গতকাল(২৪ মার্চ) রোববার নৌকা প্রতীকে নির্বাচন করেন আবুল কাশেম চৌধুরী, দলীয় প্রতীক না পেয়ে জনপ্রিয়তা যাচাইয়ের লক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দোয়াত কলম প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করেন সালাহ উদ্দিন টিপু। ৫১ হাজার ২৯৯ ভোট পায় দোয়াত কলম আর ৩৯ হাজার ৯৪ ভোট পায় নৌকা। এতে ১২ হাজার ২০১৫ ভোট বেশি পেয়ে বেসরকারী ভাবে টিপু নির্বাচিত হন।

নির্বাচনের আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহ উদ্দিন টিপু বলেন, যদি আমি নির্বাচিত হই তাহেল আমার প্রতিদ্বন্ধি প্রার্থী আবুল কাশেম চৌধুরীকে পুনরায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেব নির্বািচিত করার চেষ্টা করবে।

প্রসঙ্গত – সদর উপজেলা উত্তর জয়পুরি ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আবুল কাশেম, পরবর্তীতে পদত্যাগ করে উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর