বেরোবি ইংরেজি বিভাগের ফুটবল প্রতিযোগিতায় একাদশ ব্যাচ বিজয়ী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, (বেরোবি) রংপুর-এ ইংরেজি বিভাগের অন্তঃবিভাগীয় সাত দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতায় একাদশ ব্যাচ বিজয়ী হয়েছে।

জানা যায়, মঙ্গলবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ১ নং খেলার মাঠে ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলাটি বিভাগের একাদশ (সেশন: ২০১৮-২০১৯) এবং অষ্টম (সেশন: ২০১৫-২০১৬) ব্যাচের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পুরোটা সময় উভয় ব্যাচে সমতা থাকলেও টাইব্রেকারে দশম ব্যাচ ৩-২ গোলে জয়লাভ করে।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও সমাপনী খেলায় বিজয়ী দলকে শুভেচ্ছা জানান এবং বিভাগের ইংলিশ কালচারাল সোসাইটি (ইসিএস)কে এধরনের একটি টুর্নামেন্ট আয়োজন করার জন্য ধন্যবাদ জানান। এছাড়াও ভাইস-চ্যান্সেলর শিক্ষাজীবনে পাঠ্যক্রমের পাশাপাশি সকলকে এধরনের খেলায় মনোনিবেশ করার প্রতিও গুরুত্বারোপ করেন।

সমাপনী দিনের খেলায় কলা অনুষদের ডিন প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, ইংরেজি বিভাগের প্রধান মোহ্সীনা আহ্সান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী প্রশাসক এবং বিভাগটির সহকারী অধ্যাপক আসিফ আল মতিন, বিভাগের প্রভাষক মোঃ মুশরিফুর জিলানীসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ১৮ জুলাই, ২০১৯ তারিখে উদ্বোধনী খেলার মধ্যদিয়ে ইংরেজি বিভাগের ফুটবল প্রতিযোগিতা শুরু হয়। বিভাগের ভিন্ন ভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর