ইসরায়েল ডাকাতদের রাষ্ট্র: মাহাথির

‘ইসরায়েল ডাকাতদের রাষ্ট্র’ মন্তব্য করে করে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, ইসরায়েল ছাড়া মালয়েশিয়ার সঙ্গে সব দেশেরই সম্পর্কই ভালো। পাকিস্তানে তিন দিনের সফরকালে এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন। তুরস্কভিত্তিক আনাদালু এজেন্সির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

মাহাথির বলেন, আমরা ইহুদীদের বিরুদ্ধে নই। তবে ফিলিস্তিনে যা করছে এজন্য তাদের স্বীকৃতি দিতে পারবো না আমরা। আপনারা একটি রাষ্ট্রের হয়ে অন্য কারও ভূমি দখল করতে পারেন না। এটা ডাকাতদের রাষ্ট্রের মতো কাজ।

‘গোলান অঞ্চল ইসরায়েলের নিয়ন্ত্রণে- এই ঘোষণার সময় হয়েছে’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের একদিন পরই ইসরায়েলকে নিয়ে এমন বিস্ফোরক মন্তব্য করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

উল্লেখ্য, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় গোলান মালভূমি দখল করে নেয় ইসরায়েল। তবে বিশ্বের কোনও দেশ তার স্বীকৃতি দেয়নি। এমনকি জাতিসংঘও এখন পর্যন্ত গোলানকে ইসরায়েলের অংশ বলে স্বীকৃতি দেয়নি।

তিন দিনের সফর শেষে গতকাল শনিবার দেশে ফিরে যান মাহাথির মোহাম্মাদ। এর আগে পাকিস্তান তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক পদক ‘নিশান-ই-পাকিস্তান’ প্রদান করে।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর