গুজবে কান না দেয়ার আহবান জানালেন শেরপুরের পুলিশ সুপার

শেরপুরে ছেলে ধরা গুজবে আতংক ছড়িয়ে পড়া ও বিভিন্ন বিচ্ছিন্ন ঘটনা ঘটার কারনে ছেলে ধরা গুজবে কান না দেয়ার অনুরোধ জানালেন শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম।

একটি জরুরী ঘোষনা
ছেলে ধরা গুজবে কান না দেয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ছেলে ধরা সন্দেহে কাউকে গণপিটুনী বা গণধোলাই না দেয়ার জন্য শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলার সর্বস্তরের জনগনের প্রতি অনুরোধ জানাচ্ছি। এধরনের কাজ ফৌজদারী অপরাধ, কারও প্রতি সন্দেহ হলে পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানাচ্ছি। পুলিশ কন্ট্রোল রুম : (০১৭৬৯৬৯৩৪৪০, ০১৫৫৮৪৯৫৭১৮)।

‘গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে সতর্কীকরণ প্রচারণা শুরু হয়েছে। ২২ জুলাই সোমবার শেরপুর পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে মাইকিং করে এমন প্রচারণার কাজ অব্যাহত রয়েছে। এছাড়াও এমন অপৃতিকর ঘটনা না ঘটে এজন্য জেলার সকল থানার অফিসার ও ফোর্সদের সজাগ দৃষ্টি রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বার্তাবাজার/আরএইচ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর